Thursday, August 21, 2025

ফজর নামাজ আদায়কালে মসজিদে হামলা, ২৭ মুসল্লি নিহত

আরও পড়ুন

নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে একটি মসজিদে ফজরের নামাজ আদায়কালে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র দস্যুরা। এতে অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

দেশটির স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার ভোরে ফজর নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মুসল্লিরা। তখন সশস্ত্র দস্যুরা মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর গুলি চালায়। এ সময় অন্তত ২৭ জন মুসল্লি নিহত ও আহত হয়েছেন অনেকে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

আরও পড়ুনঃ  গাজাকে ভুলে যেও না—ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরা সাংবাদিকের রেখে যাওয়া বার্তা

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, হামলার পরপর উঙ্গুয়ান মানতাউ গ্রামে যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ