পঞ্চাশ বছর আগে অর্থাৎ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। সে হিসেবে আজ তার ৫০তম প্রয়াণ দিবস।
বিগত আওয়ামী লীগ সরকার এই দিনে জাতীয় শোক দিবস পালন করলেও গত বছর থেকে তা বাতিল করা হয়। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ১৫ আগস্ট ঘিরে কেউ কোনো কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নেতার প্রয়াণ দিবসে শোক পালনে থেমে নেই নেটিজেনরা। ফেসবুক পোস্টে নানাভাবেই শোক প্রকাশ করছেন। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।
শেখ মুজিবের ৫০তম প্রয়াণ দিবসে শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান।
তিনি এক ফেসবুক পোস্টে লিখেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।
শুক্রবার দুপুরে ঢাকাই সিনেমার তারকা শাকিব খান তার ফ্যান পেইজে এক ফেসবুক পোস্টে শেখ মুজিবের ৫০তম প্রয়াণ দিবসে শোক প্রকাশ করেছেন। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ এই অভিনেতা তার পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করেন। যেখানে লিখেছেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।
নির্মলেন্দু গুণের একটি কবিতা পোস্ট করে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা খায়রুল বাসার।
সংগীতশিল্পী কোনাল লিখেছেন, বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমীন।
বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নাম্বারের ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী নাজিফা তুষিও।
তিনি লিখেন, বিনম্র শ্রদ্ধা।
বিনম্র শ্রদ্ধা প্রকাশ করে সংগীতশিল্পী নিশীতা বড়ুয়া লিখেছেন,
জয়বাংলা বলে তুলেছেন ডেকে
ঘুমিয়ে থাকা যত কোটি ভাই বোন
আকাশ নদী তাঁর পরম আত্মীয়
বাংলার মাটি ছিল খুবই আপন
হৃৎপিন্ড তার বদ্বীপের আকার
বুক জুড়ে মাখা ছিল এ মাটির ঘ্রাণ
রবীন্দ্র মানষে গড়া তিনি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, আমি কোন দল করিনা। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রদ্ধা।
আরশ খান লিখেছেন, ‘সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি।’ কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে। সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবির সঙ্গে লাইন যুক্ত করার কারণ হিসেবে আজ সাধারণ মানুষের শোক প্রকাশকে বুঝিয়েছেন।
জাহের আলভী লিখেছেন, কেউ মানুক আর না মানুক , আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।