Thursday, August 21, 2025

জামায়াত নেতা হত্যার মূল আসামির পরিচয় জানা গেল

আরও পড়ুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতা ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যার মূল আসামি রিফাত মন্ডল সৌরভকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে থানার হলরুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সৌরভের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহত নজরুল ইসলামের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃত রিফাত মন্ডল সৌরভ নাকাই ইউনিয়নের হরিরপুর গ্রামের সামিউল ইসলামের ছেলে। তিনি নাকাইহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার সকালে গাইবান্ধা শহরের একটি কোচিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  সাদা পাথরে রিসেট বাটন চাপ দেওয়া হয়েছে: গোলাম মাওলা রনি

এর আগে নজরুলের দোকানে চুরির ঘটনায় সৌরভকে দায়ী করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এ ক্ষোভ থেকেই একাই ধারালো অস্ত্র দিয়ে নজরুলকে হত্যা করে সে।

উল্লেখ্য, গত রোববার সকালে নাকাইহাট ইউনিয়নের শিতলগ্রাম কানিপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে নজরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল স্থানীয় ওয়ার্ড জামায়াতের শ্রমিক ফেডারেশনের সভাপতি ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ