Friday, August 22, 2025

ধানমণ্ডি ৩২ নম্বরে ‘ভাইরাল’ সিদ্দিককে গণপিটুনি

আরও পড়ুন

ধানমণ্ডি ৩২ নম্বরে এসে মারধরের শিকার হয়েছেন ভাইরাল সিদ্দিক। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী দাবি করেন তিনি। আজ শুক্রবার দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বরে আসার পর তাকে ধাওয়া দেন সেখানকার উপস্থিত রাজনৈতিক নেতকর্মীরা। তবে সিদ্দিক জানান, তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসেননি।

মারধরের সময় সিদ্দিক দাবি করেন, আমি বিএনপি করি। ৩২ নম্বর ভাঙছি। আমাকে পিডান কেন?

তিনি দাবি করেন, বিভিন্ন সময় তার দেওয়া বক্তব্য কেটে ভিডিও ভাইরাল করা হয়েছে। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর : মাহফুজ আলম

তবে সিদ্দিকের সঙ্গে আসা ফয়সাল আহমেদ নামের একজন দাবি করেন, সিদ্দিক মোটরসাইকেলে যাওয়ার সময় ধানমণ্ডি ৩২ নম্বরে নামেন। এসময় কিছু যুবক নিজেরা ভাইরাল হওয়ার জন্য তাকে মারধর করে। এটি একটি মব।

জাতীয় প্রেস ক্লাবের সামনের একটি ভিডিওতে সিদ্দিককে বলতে শোনা যায়, আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

আরো বলেছিলেন, গোপালগঞ্জের তিনটি আসনে জামায়াত কখনও জিততে পারবে না।
পরবর্তী এনসিপির নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে তাকে দেখা গেছে। জিজ্ঞেস করলে সাংবাদিকদের তিনি বলেছিলেন, পর্যবেক্ষণে গেছে।

আরও পড়ুনঃ  বাড়িতে ঢুকে অন্তঃসত্ত্বার পেটে লাথি, গর্ভেই মারা গেলো সন্তান

ছাত্রদলের ছাত্র-সমাবেশেও দেখা গিয়েছিল সিদ্দিককে। গতবছর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে দেখা গেছে এই সিদ্দিককে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ