Friday, August 22, 2025

‘বাসায় একজন মরে পড়ে আছে, পুলিশ যেন লাশ নিয়ে যায়’

আরও পড়ুন

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কোয়ার্টার থেকে আলেমা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে শহরের মুন্সিপাড়া এলাকার মো. জাহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির কোয়ার্টার থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে জাহিদুল ঢাকার বিক্রমপুর থেকে আলেমা বেগমকে তার কোয়ার্টারে নিয়ে আসেন। পরদিন থেকে ওই কোয়ার্টারে তালা ঝুলছিল। মঙ্গলবার সকালে পাশের বাড়ির ভাড়াটে সেলিনা বেগমকে ফোন করে জাহিদুল জানান, তার বাসায় একজন মরে পড়ে আছে। পুলিশ যেন লাশ নিয়ে যায়-এ কথা বলে তিনি কল কেটে দেন।

আরও পড়ুনঃ  সব দলকে নিষিদ্ধ করলে, নির্বাচন কাকে নিয়ে: সিইসিকে জাতীয় পার্টি

এর পরপরই সেলিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব চাপড়া গ্রামে। তার বাবা মৃত জামাল উদ্দিন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘লাশ ও বাসা জিম্মায় নেয়া হয়েছে। রংপুরের পুলিশের ক্রাইম সিন টিমকে খবর দেয়া হয়েছে। তারা সুরতহাল রিপোর্ট তৈরি করার পর লাশ থানায় নেয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে।’

আরও পড়ুনঃ  সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা

তিনি আরও জানান, ‘নিহতের স্বজন এবং জাহিদুল ইসলামকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ